জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে সুশাসনের অবনতির কারণে সমাজে অনিয়ম ও বিশৃঙ্খলা বাড়ছে; যার প্রভাবে সব ক্ষেত্রে দলীয়করণ ও প্রশাসনেও ক্ষমতাসীনরা প্রভাব বিস্তার করে। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে এসব ছিল না। গতকাল দলের বনানী কার্যালয়ে সিলেট জেলার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জাপায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
https://www.bd-pratidin.com/first-page/2020/11/19/588728