জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন,  দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, করোনাকালে প্রমাণিত হয়েছে দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে স্বাস্থ্যবিষয়ক সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।  জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে। তিনি বলেন, দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না।

This image has an empty alt attribute; its file name is sastho-seba.png