গোলাম মোহাম্মদ কাদের।

বাটারে চুবানো বাটার ফ্লাই তুমি,
মাখনের পেলবতা তোমার অঙ্গজুড়ে,
পর্বতের উত্থান আর উপত্যকার মসৃনতা
সূর্যের তির্যক আলোতে লালাভ শৃঙ্গ
সমতলে ছড়িয়ে থাকা কাঞ্চন জংঘার শুভ্রতা,
জংঘা ভরা উপচে পড়া উর্ধে।

ঝিকি মিকি ভোরের আলোতে শীর্ণ অবয়ব,
ঝলমলে হালকা পাখায় উড়ে, ফুল থেকে ফুলে,
মৃদু বাতাসের দোলায় হেলে দুলে,
অস্থির তুমি, চঞ্চল তুমি, ব্যস্ত সারাক্ষন,
বাটারে চুবানো সেই বাটার ফ্লাই তুমি যেন
বুঝিনা কেন সদা সব কিছুতেই এত উদাসীন।