জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। ৫ টাকা কেজিতে যে সবজি বিক্রি করছে কৃষক, তা মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের কবলে পড়ে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বাজারে বিক্রি হচ্ছে। ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে। চাঁদা তুলতে বাজারে অফিস খুলে বসেছেন চাঁদাবাজরা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশাহারা হয়ে পড়েছেন মানুষ। দেখার যেন কেউ নেই। জাপার অঙ্গ সংগঠন যুব সংহতির জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল রাজধানীর বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।