কালের কণ্ঠ অনলাইন  । ৩ এপ্রিল, ২০১৮ ২১:২০

 

জাতীয় পার্টি তিনটি দলের মধ্যে একটি দল। সাধারণ মানুষের এই দলটির কাছে একটি প্রত্যাশা রয়েছে। যখন তাদের প্রত্যাশা পূরণ হয়না তখন অনেকেই অভিমান করে। আমি মনে করি এটা পজিটিভ দিক। জাতীয় পার্টিকে কেউ জোকস মনে করলেও আমি মনে করি- অন্তত কেউতো তবুও মনে করছে।’

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় কালের কণ্ঠের ফেসবুক পেইজের লাইভ অনুষ্ঠান ‘সেলিব্রিটি লাইভ শো’তে উপস্থিত হয়ে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের দর্শক ও পাঠকের করা মন্তব্য ‘লোকে বলে জাতীয় পার্টি একটি জোকসের নাম’  এর জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই কথার ভেতরের কথা অর্থাৎ মেসেজ হলো- আমি তোমাকে গালি দিচ্ছি, তুমি এটা থেকে বেরিয়ে আসো, বেরিয়ে আসো।’

সঞ্চালক মন্তব্য করেন এটি তাহলে নেগেটিভলি পজেটিভ? এ প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘এটা নট নেগেটিভ। লোকে যদি তোমার ছেলেকে গালাগালি করে এটাকে তুমি কখনোই নেগেটিভ মনে করতে পারবে না। এটার মানে কোনো কারণে সে তার ক্ষোভটা প্রকাশ করছে। তার প্রত্যাশা হয়তো অন্যরকম আছে।’

‘সেলিব্রিটি লাইভ শো’তে উপস্থিত হয়ে জিএম কাদের সমসাময়িক রাজনৈতিক ও আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়া-না নেওয়া বিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালের কণ্ঠের উপ সম্পাদক এনাম আবেদীন।

ভিডিওতে দেখুন সম্পূর্ণ অনুষ্ঠান