জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ’৯১ সালের পর দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশিষ্ট ব্যবসায়ী ডেফট গ্রুপের পরিচালক মাইদুল ইসলাম টেক্কা জাতীয় পার্টি চেয়ারম্যানে হাতে ফুল দিয়ে দলে যোগ দেন। জি এম কাদের বলেন, কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর কিছু মানুষ সামান্য টাকার জন্য সন্তানের চিকিৎসা করতে পারছে না। শুধু বৈষম্যের প্রতিবাদেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। শুধু দুর্নীতি আর দলীয়করণের কারণে বৈষম্য কমছে না। তিনি বলেন, অনেকেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি-টিম মনে করতে পারে।

https://www.bd-pratidin.com/first-page/2021/02/05/615302